প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাচারকারী। এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বেলডাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ গতকাল মধ্যরাতে ছয়টি ওয়ান শাটার পাইপ গান দুটি মাস্কেট এবং ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ। গতকাল রাতে কালিতলা ফতে নগর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়।। তল্লাশি চালাতে তার কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নওশাদ মন্ডল বাড়ি গরিবপুর এলাকায়। ধৃত এই ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের কেস রয়েছে। বর্তমানে বেল পেয়ে বাইরে রয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হবে।
