একটি পণ্য সামগ্রী ও খাদ্য সামগ্রী ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়ের কান্ডে অবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই সংস্থার অন্যান্য কর্মীরা।
ওই যুবকের কাণ্ডে লজ্জায় স্থানীয় মহিলারাও।
অভিযোগ, ওই ডেলিভারি বয় মদ্যপ অবস্থায় আজ সকাল থেকেই নানান রকম কুকীর্তি করে বেড়াচ্ছিল। বিষয়টি নিয়ে ওই ডেলিভারি সংস্থার অন্যান্য কর্মীরা তাকে বেশ কয়েকবার সতর্ক করে এবং বাড়ি যাবার অনুরোধ করে। দুপুরে ওই যুবক ওই সংস্থার ওয়ার হাউস থেকে বাড়িও চলে যায়, কিন্তু বিকেলে আবার একই কান্ড। স্থানীয় বাসিন্দা এবং ওই সংস্থার অন্যান্য কর্মীদের অভিযোগ, বিকেলে আবার ওই যুবক মদ্যপ অবস্থায় আসে এবং কুকীর্তি করতে থাকে। ওই যুবকের আচরণে স্থানীয় মহিলারা অভিযোগ জানায়।

লজ্জায় তারা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না। কূ আচরণের পাশাপাশি চিৎকার চেঁচামেচি গালিগালাজ ও করছিলেন। স্থানীয় বাসিন্দারা ওই সংস্থাকে ওই যুবকের কর্মকাণ্ড সম্পর্কে অবগত করেন এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এরপর ওই সংস্থার কর্মীরা তাকে বাধা দিতে গেলে সে তাদেরকে মারধর করে বলেও অভিযোগ। এরপর গোটা বিষয়টি জানানো হয় ওই পণ্য সামগ্রী এবং খাদ্য সামগ্রী ডেলিভারি সংস্থার প্রধান কে। এরপর তিনি প্রধাননগর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রধাননগর থানার অন্তর্গত প্রধাননগরের এস এন টি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়।