স্কুল ছাত্রকে মারধরের অভিযোগে অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে
গত শুক্রবার পদমতি ১নং গ্রাম পঞ্চায়েতের খয়েরখাল এলাকার লস্কর পাড়া আর, আর, প্রাথমিক বিদ্যালয়ের নয় বছরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেত দিয়ে প্রচন্ড প্রহার করে স্কুলের শিক্ষিকা শিবানী চক্রবর্তী। এই ঘটনায় ওই ছাত্রটি রক্তাক্ত হয়। পরবর্তীতে ছাত্রটি বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা ব্যথায় কাতরাতে থাকে। দ্বারা এমত অবস্থায় অভিযুক্ত শিক্ষিকা ওই ছাত্রের বাড়ির পরিবারের সঙ্গে কথা বলে বিদ্যালয়ে আসতে বলে। ও অভিভাবক ছাত্রের মাকে দেখে হাতে কিছু টাকা তুলে দেয়।

পরবর্তীতে এদিন রাতে শিশুটি র ক্ষতস্থানে ব্যথা বৃদ্ধি পায়।। পরবর্তীতে শনি রবিবার স্কুল বন্ধ থাকায়, এদিন অর্থাৎ সোমবার স্কুল খুললে ওই ছাত্রের অভিভাবক ও এলাকার মানুষ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাচ্চার অভিভাবক এলাকার বাসিন্দারা জানান শিক্ষিকা এভাবে যদি বাচ্চাদের উপর প্রহার করে, তাহলে আমরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কি করে নিশ্চিন্ত থাকবো। তাই ওই ঐ শিক্ষিকাকে ওই স্কুল থেকে অনত্য বদলি করা হোক। যদি ওই শিক্ষিকাকে বদলি না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
ঘটনার খবর পেয়ে ভোট পট্টি বাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছেন আমি শাসন করতে গিয়েই একটু ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনার হবে না বলে তিনি জানান। এই ঘটনায় তিনিও মর্মাহত। যদিও পরে পুলিশ এবং স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। সেই সঙ্গে পুলিশ আক্রান্ত শিশুর মা এবং অভিভাবক ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন। পরবর্তীতে ওই শিক্ষিকা সকলের সামনে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
যদিও এই ব্যাপারে অন্যান্য শিক্ষকদের এ ব্যাপারে কিছু করা হলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ।
এ ব্যাপারে স্কুল পরিদর্শক বিবেকানন্দ বর্মন আমাদের জানান ঘটনার কথা শুনেছি। ঘটনা তদন্ত করে দেখব। এ ব্যাপারে আমার কাছে একটা অভিভাবক এবং এলাকাবাসীরা লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।