আলিপুরদুয়ার জেলার দক্ষিণ কামাখ্যাগুড়ির কোনাপাড়া এলাকায় বেহাল বাঁশের সেতু পরিদর্শনে গেলেন বিধায়ক মনোজ ওরাঁও । জানাগিয়েছে, কোচবিহার জেলা ও কুমারগ্রাম ব্লকে শেষ প্রান্তের মধ্যে যোগাযোগকারি একমাত্র একটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে দীর্য থেকে । বিষয়টি বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন সাঁকো মেরামত হয়নি ।

এরপর স্থানীয় গ্রামবাসীরা কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওঁরাও এর দ্বারস্থ হন। পরিদর্শনে আসেন বিধায়ক । বিধায়কের তার ব্যক্তিগত অর্থে আগামীকাল থেকেই সাঁকো মেরামত করার আশ্বাস দিয়েছেন। এতে খুশী স্থানীয়রা । বাঁশের সাঁকো র পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের দারস্ত হবেন বলে জানিয়েছেন বিধায়াক ।