কেরালায় অস্বাভাবিক মৃত্যু হল ফালাকাটার এক বাসিন্দার। এই ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত 4ই আগস্ট কেরালায় কর্মরত অবস্থায় ফালাকাটা ৭ নং ওয়ার্ডের কলেজ ডাঙ্গার বাসিন্দা আবুল হোসেনের আকস্মিক মৃত্যু ঘটে। আবুল হোসেন সেখানে রং মিস্ত্রি কাজ করতেন, পরের দিন দেহ পাওয়ার পরে মৃত ব্যক্তির বাবা এবং মামা কেরলে গিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের সদস্যরা ওখানেই মৃতদেহ সৎকার করে।

আজ পৌরসভার চেয়ারম্যান সহ ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল ব্লক সভাপতি শুভব্রত দে সহ তৃণমূল নেতৃত্বরা মৃত ব্যাক্তি পরিবারের সদস্যদের সাথে দেখা করে।
ফালাকাটা পৌরসভা চেয়ারম্যান প্রদীপ মহুরি জানান আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হক কিভাবে মৃত্যু হল তা উদঘাটন হক। তিনি আরো জানান বাংলা ভাষীদের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচার সহ্য করতে হচ্ছে।
তৃণমূল ব্লক সভাপতি শুভব্রত দে জানান পরিবারের সদস্যরা ঘটনা শুনে কেরলায় র ওনা দিয়েছে এবং ঐ এলাকায় গিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করে তখন পুলিশ তাদের সাথে দুব্যবহার করে যদিও পরবর্তীতে অভিযো নেয়। তিনি জানান আমরা এই পরিবারের পাশে আছি l