শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখ লাখ ভক্তদের ভীড়। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গাজল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়। কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ ৪৫ কিলোমিটার তিল ধারনের জায়গাটুকু ছিল না শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা।

কেউটেবল সাজিয়ে কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভিড় চোখে পড়ার মতো থাকলেও শেষ সোমবারে সমস্ত রেকর্ড যেন ছাপিয়ে গেল। নবদ্বীপ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। রাস্তাঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জল এবং প্রসাদের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত। মানুষের মনস্কামনা পুন্যার্থে এই জল ঢালার প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরেই। ৮ থেকে ৮০ সকলকেই শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে। রবিবার রাত বারোটা থেকে শুরু হয়েছে জল ঢালার পর্ব চলবে সোমবার গোটা দিন ধরে। আর এভাবেই লাখো লাখো ভক্ত লাইন দিয়ে শিব নিবাসের শিবের মাথায় জল ঢালতে ব্যস্ত।