কিছুদিন থেকে জলপাইগুড়ি শহর লাগোয়া গুয়াবাড়ি, নাউয়া পাড়া সহ চা বাগান এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছিল৷ কোথাও বাঘের পায়ের ছাপ দেখা যেত, আবার কোথাও বাঘের আক্রমণে জখমও হয় চা শ্রমিক। আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর বাঘের দেখা পাওয়া যেত না৷ অবশেষে সোমবার সাত সকালে সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দি হল পূর্ণ বয়স্ক একটি চিতাবাঘ। গতকাল বনদফতর ছাগলকে টোপ দিয়ে চা বাগানের নির্জন এলাকায় খাঁচা পেতেছিল।

এ দিন সকালে শ্রমিকদের নজরে পরে খাঁচায় বন্দি হয়েছে বাঘ। খবর ছড়িয়ে পড়তেই বাঘ দেখতে ভিড় উপচে পড়ে বাগানে৷ খবর পেয়ে ঘটনাস্থলে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছয়। বন্দি হওয়া বাঘ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানাল বনদফতর৷ এদিকে বাগানের শ্রমিক অমল নায়েক বলেন, দেড় মাস আগে বাগানের এক শ্রমিককে বাঘ আক্রমণ করেছিল৷ এখনও ওই শ্রমিক সুস্থ হয়নি৷ আজকে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা আতঙ্ক কাটল।