গ্রামীণ অত্যন্ত গুরুত্বপূর্ন রাস্তার মাঝে বড় গর্ত, ষএই গর্তের কারণে বাইক দুর্ঘটনা ঘটছে বার বার। রাস্তা মেরামত করছে না প্রশাসন, রাস্তা সারাইয়ের নাম নেই, ফলে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা ।স্থানীয়রা জানান মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ী থেকে বৌলপাড়ি হয়ে আলিপুর দুয়ার ফালাকাটা জাতীয় সড়ক পর্যন্ত যাওয়ার পর গুরত্ব পূর্ণ রাস্তার মাঝে তৈরি হয়েছে গর্ত।। স্বাভাবিক ভাবে রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা রাস্তার এই গর্তের বিষয়টি জানেন তাই তারা দুর্ঘটনা কবল থেকে বাঁচলেও বিপদে পড়ছেন বাইরে থেকে আসা পথ যাত্রীরা। ইতি মধ্যে বেশ কয়েকবার মোটর বাইক দুর্ঘটনার কবলে পরে আহত হন বেশ কয়েকজন। স্থানীয়বাসিন্দারা জানান প্রায় দেড় বছর আগে রাস্তার মাঝ খানে গর্ত তৈরি হয়েছে।

রাস্তার মাজে রয়েছে হিউম পাইপ রয়েছে আর দুটি হিউম পাইপের মাঝে ফাটল ধরার কারণে এই গর্ত। বেশ কয়েকবার বিষয়টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জানান হয় । কোনো উদ্যোগ নেয়নি গ্রাম পঞ্চায়েত বলে অভিযোগ । সম্প্রতি ধূপগুড়ির এর যুবক মোটর বাইক নিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানান স্থানীয়রা । যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। জনপ্রতিনিধিরা বিষয়টি দেখে না বলে অভিযোগ।
এই বিষয়ে বৌলপাড়ি গ্রামের পঞ্চায়েত সদস্যা শেফালী বর্মন বলেন, তিনি এই বুথের নির্বাচিত বিজেপি পঞ্চায়েত কিন্তু তাকে কে কোন কাজ করতে দেওয়া হয় না। স্থানীয় তৃণমূল নেতারাই বুথের সব কাজ করে। তারপরেও গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানিয়েছি প্রায় এক মাস আগে। এ বিষয়ে লতাপাতা গ্রাম পঞ্চায়েত প্রধান মালা অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন রাস্তার বিষয়টি গ্রাম পঞ্চায়েতে আলোচনা হয়েছে খুব তাড়া তারি রাস্তা সারাই করা হবে।