শিলিগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে এক আইনজীবীকে হেনস্থা করার অভিযোগ তুলকালাম শহর শিলিগুড়ি।
শিলিগুড়ি সেবক রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আইনজীবী এবং তাদের লোকজন। সেবক রোডের পায়েল সিনেমা হল মোড়ে পথ অবরোধ করেন আইনজীবীরা।

আইনজীবীদের দাবি যে সিভিক ভলেন্টিয়ার তাদেরকে হেনস্তা করেছে তাকে সামনে এসে ক্ষমা চেতে হবে। এই দাবিতেই বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ শুরু করেন আইনজীবীরা। জানা গিয়েছে একটি দুর্ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার এর আচরণে খুব্ধ হন আইনজীবীরা। কলকাতা উচ্চ আদালতের এক আইনজীবীর গাড়ি দুর্ঘটনা গ্রস্থ হয় এরপর এক সিভিক ভলেন্টিয়ার তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
এরপর শুরু হয় বচসা। পুলিশের অভিযোগ এরপর ওই সিভিক ভলেন্টিয়ারকে এবং একজন পুলিশ কর্মীকে মারধর করে কিছু যুবক। অবস্থা বেগতিক দেখে ভক্তিনগর থানার পুলিশকে ডাকা হয়। এরপরেও চলে বিক্ষোভ পুলিশ কর্মীরা এসে ক্ষোভের মুখে পড়েনি। ডাকা হয়েছে আরও বাড়তি ফোর্স। ঘটনাস্থলে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। এখনো পথ অবরোধ চলছে সেবক রোডে