দিনহাটায় আক্রান্ত তৃণমূল নেত্রী অর্পিতা নারায়ণকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাতের আঙুলে চোট লেগেছে তার এদিন প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল কোচবিহার দিনহাটার নাজিরহাটে চার বিজেপি নেতৃত্বের বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে। এই আক্রমণের ফলে আক্রান্ত হন নাজিরহাট ২ নং অঞ্চলের নোটাভেলা এলাকার বিজেপি নেতা জিতেন বর্মনের অন্তঃসত্ত্বা নিয়ে পূরবী বর্মন। আজ আক্রান্ত বিজেপি পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যান বিজেপির এক প্রতিনিধি দল।

সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, বিধায়িকা মালতী রাভা রায়, বিধায়ক সুশীল বর্মন বিধায়ক বরেন বর্মন সহ একাধিক নেতৃত্ব। এদিন বিজেপির এই প্রতিনিধি দল প্রথমে যান বিজেপির মন্ডল সভানেত্রী মলিনা বর্মনের বাড়িতে সেখান থেকে তারা সোজা চলে যান বিজেপির পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মনের বাড়িতে। এই দুটি বাড়ি দেখার পর তারা পূরবী বর্মনের বাড়িতে যাবার সময় বাধা প্রাপ্ত হন। একদল মহিলারা তাদের বাধা দিলেও ধস্তাধস্তি বাধে বিজেপির মহিলা নেতৃত্বে সঙ্গে। এরপরই তারা চলে যান পুরবী বর্মনের বাড়িতে এবং সেখান থেকে বের হওয়ার সময় বিজেপির প্রতিনিধি দলের ওপর একের পর এক ঢিল ছুঁড়তে থাকে। এতে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এদিন আহত হন বিজেপির জেলা মহিলা সভানেত্রী অর্পিতা নারায়ন। তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানেই প্রাথমিক চিকিৎসা হয় তার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী।