আনুমানিক রাত ১১,৩০ টা নাগাদ ময়নাগুড়ি ইন্দরা মোড় এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২। ঘটনা সূত্রে জানা যায় গতকাল একটি ট্রাক ধুপগুড়ি দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল অপরিক ট্রাক শিলিগুড়ির দিক থেকে মাথাভাঙ্গা র দিকে যাওয়ার সময় হঠাৎ করে বাক নেওয়ার ফলে ধুপগুড়ি থেকে শিলিগুড়িগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ধুপগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়িটি উল্টে যায়। এবং মাথাভাঙ্গা যাওয়া ট্রাকটি র সামনের কেবিন দুমড়ে মুছে যায়। এবং সেখানেই আটকে পড়ে চালক এবং শহর চালক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার স্থানীয় বাসিন্দারা। আহত ব্যক্তিদের আর্তনাদ এবং চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলো ওই অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়নি এলাকাবাসীরা।

পরবর্তীতে খবর যায় ময়নাগুড়ি থানায়, এবং দমকল বিভাগ। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ, দমকল কর্মীরা, এবং হাইওয়ে ট্রাফিক। সেই সঙ্গে নিয়ে আসা হয় ক্রেন। পুলিশ এবং দমকলের আপ্রাণ চেষ্টায় অবশেষে চালক কে বের করা হয় প্রথমে। চালককে বের করার পর তার অবস্থা গুরুতর হয় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পরে সহচালক কে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। যদিও তার চোট অল্প বিস্তর লেগেছে বলে জানা যায়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ স্বয়ং এ কাজে হাত লাগান সেই সঙ্গে দমকল কর্মী এবং ট্রাফিক হাইওয়ে সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনায় জাতীয় সড়কের যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে ক্লিন এর সাহায্যে গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বলে ট্রাফিক হাইওয়ে সূত্রে জানা যায়।