ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম-শালকুমারে বাদাইটারি রেশন ডিলার বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রাহকরা বলেন রেশনে পচা চাল এবং আটা দেওয়া হচ্ছে। এই চাল আটা খাওয়ায় উপযুক্ত নয়। আমরা এই চাল আটা খেতে পারিনা। গ্রামের মহিলারা রেশনের চাল ও আটার মান নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শালকুমার গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি ঘোষ।তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন।প্রধান বিউটি ঘোষ জানান আমি গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় বলেন রেশন ডিলার যদি ইচ্ছাকৃতভাবে রেশনে খারাপ চাল আটা বন্টন করে থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি নিয়ে দপ্তরের সঙ্গে কথা বলব। চাল এবং আটার নমুনা সংগ্রহ করে উদ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগ করুক।এই বিষয়ে অভিযুক্ত রেশন ডিলার অর্চনা বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে ডিলারের প্রতিনিধি দুলাল বসাক পচা চাল দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন। তবে রেশন ডিলারের প্রতিনিধি দুলাল বসাক আটার গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন প্যাকেট বন্দি আটা ভালো না খারাপ সেটা আমি কিভাবে জানব।।এই বিষয়ে ফালাকাটার বিডিও অনীক রায় বলেন বিষয়টা আমিও শুনেছি খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলে পরিদর্শনে পাঠানো হয়েছে। গ্রাহকদের কথা যদি সত্যি হয় তবে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।