আইসিডিএস কর্মীদের মাসিক ২১হাজার টাকা ও সহায়িকাদের মাসিক ১৯হাজার টাকা ভাতা সুনিশ্চিতিকরণ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে অবসরপ্রাপ্ত আইসিডিএস কর্মী ও সহায়িকাদের ও পেনশন দেওয়ার ব্যবস্থা করা, ২০১৪সাল থেকে যারা অবসর গ্রহণ করেছেন তাদের এককালীন ৫লক্ষ টাকা ও পেনশন দেওয়ার সুনিশ্চিত করা যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস রাখার পরিকাঠামো নেই,

এইসব কেন্দ্রে অবিলম্বে জ্বালানি বিল বাড়ানো, অবিলম্বে আইসিডিএস কর্মীদের ফাইভ জি মোবাইল দেওয়া, অবসরপ্রাপ্তদের মাসিক ৬হাজার টাকা পেনশন চালু করা সহ ১৪দফা দাবিকে সামনে রেখে বুধবার তুফানগঞ্জ ১নং ব্লকের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি।
এদিন এই ডেপুটেশন কর্মসূচির আগে আইসিডিএস কর্মী সহায়িকারা সংশ্লিষ্ট এই দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভে সামিল হন।এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদিকা রমিচা ভূঁইয়া বিবি, সিআইটিইউ নেত্রী শিপ্রা গুপ্ত চৌধুরী প্রমূখ।