বুধবার বিকেলে বিজেপির পথ অবরোধ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন রাস্তায়। সৃষ্টি হল তীব্র যানজটের।
এদিন শিব মন্দির দলীয় কার্যালয় থেকে আঠারোখাই মণ্ডলের সভাপতি সুভাষ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’নম্বর গেটের সামনে পথ অবরোধ করে। প্রায় দশ মিনিট যান চলাচল বন্ধ থাকায় যানবাহনের লম্বা লাইন লেগে যায় রাস্তার দুপাশে।
