ময়নাগুড়ি সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। শারমিন আক্তার, বয়স আনুমানিক ১৯ বছর, চেকা দাঁড়া বুথের বাসিন্দা বাবা আমিনার রহমান। এলাকার পাশের বাড়ি মোশারফ হোসেন বলেন মেয়েটি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির লোক চিকিৎসাও করে চলছিলেন দীর্ঘদিন থেকে। একদিন হঠাৎ করে বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে যায়।বাড়ির লোক ওই কিশোরী কে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকলে। এবং বিডিও অফিসে খবর দিলে পরে এখান থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে ওই পুকুরে নামলে পরে মৃতদেহটি উদ্ধার করে সিভিল ডিফেন্স এর কর্মীরা। প্রায় এক ঘন্টা থেকে নিখোঁজ ছিল ওই মেয়েটি। পরবর্তীতে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে পুলিশ, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
