শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় গত ২৫শে জুন ভোর রাত্রে ঘটে দুঃসাহসিক চুরি । রাত 11:30 নাগাদ বাড়ির মেইন গেট তালা দিয়ে ঘুমোতে গিয়েছিলেন বাড়ির মালিক সুনিল কুমার সিং।তিনি একটি বেসরকারী সংস্থায় কর্মরত। এরপর রাত দুটো নাগাদ ঘুম থেকেও উঠেছিলেন তিনি। সেই সময় সব ঠিকঠাকই ছিল। তারপরই ঘটে বিপত্তি। আর এই সময়েই বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়ে দিল চোরের দল। জানা গিয়েছে, গত মঙ্গলবারই বিয়ে বাড়ি থেকে এসেছিলেন তারা। সেজন্য সোনার জিনিসপত্র ব্যাগের মধ্যেই ভরা ছিল। রাতে ঘুমিয়ে ছিলেন সকলেই।

সেই সময় চোরের দল বাড়িতে ঢুকে আলমারি থেকে শুরু করে নথিপত্র সবটাই হাতিয়ে তারপর ঘরের ভেতর থেকে সোনার অলংকার এবং নগদ প্রায় ৪০ হাজার টাকার মতো নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ৮ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ বাড়ির লোকজনেদের।
ঘটনার পরপরই তদন্ত শুরু করে এনজেপি থানার পুলিশ।তদন্তে নেমে আই ও সি সংলগ্ন মোড় থেকে পংকজ বসাক নামে এক যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।জলপাইগুড়ি আদালত থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে জানায় খালপাড়ার এমডি সুলেমান নামে এক ব্যক্তিকে চুরির সামগ্রী গুলি বিক্রি করেছে। তার বয়ানের ভিত্তিতে গত মঙ্গলবার এমডি সুলেমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধার হয় প্রায় চুরি যাওয়া ৩৫ গ্রাম সোনা। তবে নগদ অর্থ উদ্ধার করতে অসমর্থক হয়েছে পুলিশ।বুধবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।