রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ, দিনহাটায় প্রতিক্রিয়া উত্তরবঙ্গ উন্নয়ন গুহর। বুধবার দিনহাটা থেকে প্রতিক্রিয়া দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত মঙ্গলবার কোচবিহারে আসার পথে খাগরাবাড়ি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী
উদয়ন গুহ বলেন তার নামে অভিযোগ থাকবে তাতে তিনি অবাক হন নি ৷ ভিত্তিহীন কথা বলেছেন বিরোধী দলনেতা বলে দাবী করেন তিনি।
