সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে। এদিন সকালে নিবেদিতা সেতুর নিচে বালি পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিন থেকে জীবিত এক সদ্যোজাত শিশুকে দেখতে পায় ওই এলাকার এক টোটো চালক।

প্রচন্ড বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে কে বা কারা সদ্যজাতক শিশু কন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল।