সেবক থেকে রঙ্গপো পর্যন্ত এনএইচ-১০ রাস্তায় যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (NHIDCL)। ৩ আগস্ট রাত ৮টা থেকে ৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত ধরনের গাড়ির চলাচল Coronation Bridge (সেভক) থেকে Chitrey পর্যন্ত (Km 0.0 – Km 30.0) বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশ জারি হয়েছে।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে “নিরাপত্তাজনিত কারণবশত”, যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে। সড়কের এই অংশে যানচলাচল সাময়িক বন্ধ থাকার ফলে দার্জিলিং, কালিম্পং, নামচি, পাকিয়ং, গ্যাংটক সহ বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে।

জেলা প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পুলিশ প্রশাসনকে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
এই সংক্রান্ত নির্দেশ স্বাক্ষর করেছেন NHIDCL-র সিলিগুড়ি প্রোজেক্ট মনিটরিং ইউনিটের জেনারেল ম্যানেজার (P) রাহুল কুমার গুপ্ত।