দিনহাটা থানার কন্ট্রোল রুম নির্মাণ ,শহরের ট্রাফিক সিগন্যাল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে CCTV ক্যামেরার উদ্বোধন হলো দিনহাটা থানা চত্বরে। শনিবার দিনহাটা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্বোধন গুলি আয়োজিত হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, সহ জেলা পুলিশ ও মহকুমা পুলিশের অন্যান্য আধিকারিকরা। জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সহযোগিতায় দিনহাটা শহর জুড়ে প্রায় ৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শহরের নিরাপত্তাকে জোরদার করতে এই উদ্যোগ। এদিন সেই ক্যামেরাগুলির উদ্বোধনের পাশাপাশি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় শুধু তাই নয় শহরের একাধিক স্থানে লাগানো রয়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সেই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উদ্বোধন হয় এদিন। পাশাপাশি হারিয়ে যাওয়া একাধিক মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বলে দিনহাটা থানা সূত্রে জানা গেছে।
