ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পালের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভোটার তালিকা এবং নাগরিকত্ব নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়।
এদিন নান্টু পাল জানান, ভারত সরকার নাগরিকদের সুরক্ষায় সচেষ্ট এবং কেবলমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ভারত সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে না, বরং অনিয়মিতভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।”তিনি আরও জানান, ভবিষ্যতে শিলিগুড়িতে সচেতনতা শিবির এবং ক্যাম্পের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করা হবে এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়াও চলবে। পাশাপাশি, মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
