DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

হিঙ্গলগঞ্জে রাস্তা হয়েছে জলাশয় অসুস্থ রোগী ও শিশুদের ভরসা কাঠের দোলনা , বিক্ষোভ গ্রামবাসীদের

অসুস্থ রোগীকে জলাশয় কাঠের দোলনায় চাপিয়ে হাসপাতালে পরিবারের লোকজন । উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ১০৮ নম্বর বুথের মালিকান ঘুমটির রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে । বেহাল রাস্তা জলমগ্ন রিতি মতো মানুষ ওই রাস্তা ধরে রোজ কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে আনতে খুব সমস্যা হয় তার মধ্যে সাপের উপদ্রব পোকামাকড় বাড়ছে অসুস্থ রোগীকে কাঠের দোলনা চাপিয়ে প্রথমে তাকে যোগেশগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয় তারপর সেখান থেকে স্থানান্তরী করে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়। দীর্ঘদিন এই সমস্যা আজ তারা এলাকার মানুষ একত্র হয়ে বিক্ষোভ দেখায় এই রাস্তার দাবীতে তে একাধিকবার ব্লক প্রশাসনে ও বিধায়ককে জানিয়েছে তাও কোন সুরাহা মেলেনি।

এলাকার মানুষ বলছেন এই হিঙ্গলগঞ্জের বিধায়ক যখন দেবেশ মন্ডল প্রধান ছিলেন তখন থেকেই এই রাস্তা তিনি শুধু বারে বারে প্রতিস্থিতি দেন কিন্তু এই রাস্তা আর হয় না একাধিক বার এই রাস্তা ধরে তিনি সভা বিভিন্ন মিছিল করেছেন আমরা তাকে যখন বলি তখন বলে এই হবে হিঙ্গলগঞ্জের বিধায়ক হয় তখন ফুলের মালা পরিয়েছি খালি আশ্বাস আর আশ্বাস দিয়ে যায় কিন্তু রাস্তা আর হয় না এ রাস্তা যেন এক মরণ কুপের বয়স্ক মহিলা থেকে বৃদ্ধ মানুষ স্কুল ছাত্রছাত্রীরা ও প্রসূতি মায়েরা সমস্যার সম্মুখীন হয় রোজকার দিন যখন খুবই বৃষ্টি হয় কখনো স্লিপ করে পড়ে দুর্ঘটনাও কবলে পড়ে। অনেক মানুষ প্রায় দেড় কিলোমিটার রাস্তা কোথাও আবার হাটু সমান কাদা কোথাও আবার মাঝখানে জল ভরা রয়েছে কোমর সমান কোথাও হাঁটু সমান ।

ছাব্বিশে নির্বাচনে এমনই কথা তিনি বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক তিনি বলেন সবটা সাংবাদিকদের বানানো কিছু জিনিস তোমরা সব আগে বলে দিয়েছো তারপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে তো রাস্তার কাজ শুরু হয়েছে এমনই কথা বললেন হিঙ্গালগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল।

এ বিষয়ে আমরা প্রশ্ন করলে বিজিপির রাজ্য মিডিয়া সেলের মুখপাত্র নেতা দীপঙ্কর সরকার তিনি বলেন এখনো কোনোদিন এরকম রাস্তা দেখিনি কোন কোথাও আজও হিঙ্গলগঞ্জ বিধায়কের বাড়ির পাশে এত বেহাল রাস্তা তা কখনো দেখিনি তৃণমূল সরকারের জামানায় কি কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে আগামী দিনে মানুষ তার মোক্ষম জবাব দেবে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন