তৃণমূল ছাত্র সমাজকে বিজেপি বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
উল্লেখ আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । সেই দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে উদযাপিত করবে তা নিয়ে কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে হয় প্রস্তুতি সভা। এখানেই তৃণমূল ছাত্র সমাজকে বিজেপি বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান বর্তমানে বাংলার মানুষদের বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে আটকানো হচ্ছে। তবে বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ কোনো মন্তব্য করছে না। এছাড়া গত ৫বছরে একটি এলাকাতেও কোনো উন্নয়ন মূলক কাজ করছে না। তাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের আগামী দিনে বিজেপি বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন তিনি।

এপ্রসঙ্গে বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিজেপির নেতারা চুরি-চামারি করেনি চুরি চামারি করেছেন তৃণমূলের নেতারা সাধারণ মানুষ কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষ তৃণমূল নেতাদের ঘেরাও করা শুরু করবে। বিজেপি কর্মীদের করবে না, কারণ চাকরি দেওয়ার নাম করে কারও কাছ থেকে টাকা নেননি বিজেপি নেতাকর্মীরা। তারা কোথাও দুর্নীতি করেনি। অন্যদিকে তৃণমূল নেতারাতো দুর্নীতির সঙ্গে জড়িত, তাই ভয় তাদের।