আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমতলে সেভাবে বৃষ্টি না হলেও সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির দরুন পাহাড়ি নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। বিশেষত তিস্তা নদীর জল হুহু করে বাড়ছে। জলস্তর বাড়তে থাকায় তিস্তার দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে।সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে। এদিন সকাল আটটায় ব্যারেজ থেকে ৩২৭৩.৩৩ কিউমেক জল ছাড়া হয়েছে। ফের জল ছাড়া হতে পারে। যেকারনে তিস্তার দোমোহনি থেকে মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে বন্যা পরিস্থিতির জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
