শহরের একটি নামী স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠলো এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগরের একটি প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে সোমবার স্কুল চলাকালীন স্কুলেরই শৌচালয়ে এক তৃতীয় শ্রেনীর ছাত্রীকে যৌন হেনস্থা করে ওই স্কুলের এক সাফাইকর্মী। ঘটনার পর ওই স্কুলছাত্রী সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানান। এরপরই স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠান মধ্যস্থতা করার জন্য। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই মঙ্গলবার পুলিশকে জানানো হয় এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এরপরই অভিযুক্ত ওই সাফাইকর্মীকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ।

এদিন অভিভাবকরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান, তারা বলেন তাদের কোন অভিযোগ শুনে না স্কুল কতৃপক্ষ। দীর্ঘ দিন থেকে অভিভাবক ও শিক্ষকদের মিটিং করা হয় না। তাদের দাবি স্কুল কতৃপক্ষও গোটা বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হতেই স্কুল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়।
স্কুল কতৃপক্ষ থেকে জানানো হয় তারা বিষয়টি জানার পর পুলিশকে খবর দেন , অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।