ঘরে রাখা পান সুপারি নিতে গিয়ে বিষাক্ত সাপের ছোবল মহিলাকে। তুফানগঞ্জ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাধবী বর্মন । ঘটনাটি সোমবার সন্ধ্যায় তুফানগঞ্জ দুই ব্লকের ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের ১ নং নাকারখানা এলাকার ঘটনা। পরিবারের তরফ থেকে জানা যায় সোমবার দুপুরের রান্না করে সকলকে খাইয়েছিলেন। নিজে কাজকর্ম সেরে স্নান করে শেষ বেলায় খেয়েছিলেন। এরপর ঘরে রাখা পান সুপারি নিতে গিয়ে হাতে সাপ ছোবল মারে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় ভানুকুমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

সেখান থেকে তুফানগঞ্জ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। থানা সূত্রের খবর দেহটিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে মঙ্গলবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর দেহটিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।