ভোর রাতে ইসলামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই এক বাসন দোকান। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসনপট্টি এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর শহরে বাসনপট্টি এলাকার বাসিন্দা সিয়াম সুন্দর আগরওয়াল নামে এক ব্যক্তির বাসনের দোকানের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে স্হানীয়রা দোকান থেকে ধোঁয়া বেরতে দেখেন। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন সম্ভবত শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
