ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালকুমারের বাসিন্দা মৃত কালিপদ দাস হাতির আক্রমণে প্রাণ হারায় l শনিবার বনদপ্তরের মাধুরী ঘাটের রেঞ্জের বন কর্মীরা মৃতের বাড়িতে এসে পরিবারের হাতে বনদপ্তর থেকে ৫লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হল। তার ছেলের চাকরির জন্য ফরম তুলে দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে l
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দ্বীপনারায়ণ সিনহা, রেঞ্জার শুভাশিস রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেফালী নাট্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
