রাতের অন্ধকারে কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে জাবরাভিটা আন্ডারপাস এলাকায় ঘোরাফেরা করছিল এক যুবক।
গোপন সূত্রে সেই খবর নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে পৌঁছাতেই তড়িঘড়ি পুলিশের সেখানে পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ সেই যুবককে হাতেনাতে ধরে ফেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ এনজেপি থানার অন্তর্গত জাবরাভিটা ভিটা আন্ডারপাস সংলগ্ন এলাকায় ওই যুবক কোমরে আগ্নেয়াস্ত্র রেখে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

আচমকাই পুলিশ দেখে ওই যুবক পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়ে যায় সে।
ধৃতের নাম দীপঙ্কর সরকার সে বাড়িভাষা মাদানি বাজার এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
তবে কিভাবে তার কাছে এই আগ্নেয়াস্ত্রটি এল কিসের জন্যই বা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলো।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার অভিযুক্ত যুবককে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।