বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে রায়গঞ্জে তৃণমূলের প্রতিবাদ সভা ও মিছিল
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষের উপর চলতে থাকা হেনস্তার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও বুধবার অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের ডাকা প্রতিবাদ সভা ও মিছিল।
এদিন দুপুর ২টোর পর রায়গঞ্জ শহরের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল পৌঁছায় রবীন্দ্র মূর্তির পাদদেশে, যেখানে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদসভা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, গৌতম পাল, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকারসহ বহু তৃণমূল কর্মী-সমর্থক।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল জানান, “রাজ্য সভাপতি সুব্রত বাগচীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় আজ দুপুর ২টা থেকে ৪টার মধ্যে প্রতিবাদ মিছিল ও সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী রায়গঞ্জেও আমরা এই কর্মসূচি পালন করেছি।”
তিনি আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তাঘাট তৈরির টাকা—সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তারা জানেই না বাংলার মাতৃভাষা বাংলা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ৭৭ আসনে আটকে গিয়ে বিজেপি এখনও বাংলার মানুষকে তার প্রতিশোধ নিচ্ছে।”
প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারের এই ‘বাঙালি-বিরোধী’ মনোভাবের তীব্র নিন্দা জানান নেতারা।