শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের সামনে একটি লটারি দোকানে দিনে দুপুরে চুরি, পুলিশের চোখের সামনে থেকে থেকে এক লটারী দোকান থেকে ২৪০০ টাকার লটারি চুরি করে পালানোর চেষ্টা করে চোর, জানা যায় এই সময় লটারি বিক্রেতা দোকানে ছিলেন না। আর এই সুযোগ নেয় চোর, এই সময় পার্শ্ববর্তী মানুষ দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে চোরকে। পরবর্তীতে কিছু ব্যবসায়ী ট্রাফিক পুলিশকে ডেকে আনে তারপর শিলিগুড়ি থানার পুলিশকে দ্রুত খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় এই চোরকে।