বৃহস্পতিবার বেগতিক টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়নজুলিতে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন টোটো যাত্রীরা।বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় ময়নাগুড়ি ধুপগুড়িগামী রাস্তায় একটি বেগতিক টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক নয়ন জুলিতে উল্টে যায় যাত্রী সহ। যাত্রীদের চিৎকার চেঁচা মেচি শুনে ছুটে আসে আশে পাশের মানুষসহ পথচারীরা। সকলে মিলে হাতে হাত মিলিয়ে তিন যাত্রীকে উদ্ধার করে, টোটো তে থাকা এক মহিলার সোনার গহনা ছিড়ে পড়ে যায়, স্থানীয়রা সেই গহনাও উদ্ধার করে সে মহিলার হাতে তুলে দেয়। ও টোটো তে থাকা মাল সামগ্রীও উদ্ধার করে তুলে দেয় তাদের হাতে। সেই সঙ্গে টোটো টিকেও রাস্তায় তুলে আনে। আহত হয় তিন যাত্রী , একজন গুরুতর আহত।

টোটো তে থাকা যাত্রী ….. জানান তারা টেকাটুলি থেকে ময়নাগুড়ি শপিংমলে শপিং করতে এসেছিল, বাড়ি ফিরতে যাওয়ার সময় এই ঘটনাটি আমাদের সাথে ঘটে। পরে আহত যাত্রীদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।