দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্ৰাম পঞ্চায়েত শিকারপুর এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে শতাধিক পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় হাত ধরে।এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি ব্লকে তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন মালিগাও অঞ্চল তৃণমূল সভাপতি মালিগাও অঞ্চল প্রধান ফুলমালা বিশ্বাস বিশিষ্ট সমাজ সেবী নকুল রায় কমল বিশ্বাস সহেল সাইদি সহ অনেকেই।

এই বিষয়ে যোগদানকারী বলেন তৃণমূলের উন্নয়ন দেখে আজ শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলাম।এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আজ মালিগাঁও গ্ৰাম পঞ্চায়ে শিকার পুর এলাকায় শতাধিক পরিবার আজ তৃণমূল কংগ্রেস যোগদান করলেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংগঠন মজবুত চাঙ্গা হবে বলে জানান কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।