মালদহে ফের শুট আউট। লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার।মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা।করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যায়,বাড়ির পাশেই লিচু বাগান পাহারা দিচ্ছিলেন ওই যুবক।রবিবার রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে।এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম।এরপরই তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখ কে গুলি মেরেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরে শান্ত ছিল। কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে।

দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, বছরের প্রথম থেকে একের পর এক ক্রাইম হয়ে যাচ্ছে মালদা জেলায়। আমাদের প্রশ্ন এত অস্ত্র কোথা থেকে আসছে। ডিএসপি ক্রাইম তৈরি করা হয়েছে তারপরেও কি জেলায় ক্রাইম কমবে। কেন পুলিশ প্রশাসনের কাছে আগাম খবর থাকছে না। পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন,কালিয়াচকের ঘটনাটি কোন রাজনৈতিক ঘটনা নয়। যে বা যারা ক্রাইম সংগঠিত করছে আমাদের পুলিশ প্রশাসন অতি সক্রিয় রয়েছে নিশ্চয়ই গ্রেপ্তার হবে। বিজেপি শাসিত রাজ্যে থেকে অস্ত্র আমদানি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এটাও বরদাস্ত করা হবে না।