নোংরা আবর্জনায় ভরে রয়েছে কোচবিহার শহরের নিরঞ্জন ঘাট। যা থেকে সমস্যায় এই এলাকার সাধারণ মানুষ।
কোচবিহার শহরের এই নিরঞ্জন ঘাট রয়েছে কোচবিহার শহরের ১৫ নং ওয়ার্ডে ,যেখানে প্রতি বছর বিজয়া দশমীর মেলা করা হয় কোচবিহার পৌরসভার পক্ষ থেকে, সেই বিজয়া দশমীর মেলা হওয়ার আগে পরিষ্কার করা হয় সেই নিরঞ্জন ঘাট কোচবিহার পৌরসভার পক্ষ থেকে, মেলা হওয়ার পর পরবর্তীতে দেখা যায় সেই নিরঞ্জন ঘাট আর পরিষ্কার করা হয় না । বর্তমানে সেই নিরঞ্জন ঘাটে দীর্ঘদিন যাবত নোংরা আবর্জনা পড়ে রয়েছে যা থেকে সমস্যায় রয়েছে ওই এলাকার সাধারণ মানুষ।

দেখা যায় ওই নিবন্ধন ঘাটের নোংরা আবর্জনায় পড়ে রয়েছে মাদকদ্রব্যের বোতল এবং প্লাস্টিক সহ অপচনশীল বস্তু যা পরিবেশকে সব সময় নষ্ট করে।
এ বিষয়ে ওই এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন ওই এলাকায় সব সময় রাতের বেলা অন্যান্য জায়গা থেকে যুবকরা এসে আড্ডা দেয় তারাই এরকম কাজ করছে। নোংরার কথাটি কোচবিহার পৌরসভা কে জানানো হলে তারা ৬ মাস পর এসে ওই জায়গাটা পরিষ্কার করে আর বাকি দিনগুলি ওভাবেই পড়ে থাকে ওই এলাকা। বর্তমানে প্রচন্ড নোংরা ফলে তারা খুব সমস্যায় পড়ছে, তারা চাইছেন অতি দ্রুত ওই এলাকা পরিষ্কার করা হোক।
এই বিষয়ে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান ওই এলাকায় নতুন নতুন অনেক দোকান খোলা হয়েছে তারাই ওই এলাকায় গিয়ে নোংরা করছে কোচবিহার পৌরসভা অতি দ্রুত গিয়ে ব্যবস্থা নেবে।