মূখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে সফরের প্রথম দিনে বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের আরেকটি চা বাগান। আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান বন্ধ হয়ে গেল। বাগান কতৃপক্ষ নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল। অন্ধকারে চলে গেল বাগানের প্রায় সাতশো শ্রমিক পরিবারের জীবন। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাগান খুলে ছিল। কিন্ত দীর্ঘ কয়েকমাস থেকে বাগানে অচলাবস্থা চলছিল।

মধু চা বাগানে শ্রমিকদের চার মাস থেকে বেতন বন্ধ। দীর্ঘ চার মাস থেকে কাজ করিয়ে বেতন দেয়নি মালিক কতৃপক্ষ। অনেক শ্রমিক আছে যারা ছয় মাস থেকে বেতন মিলেনি। এছাড়া অন্যান্য সূযোগ সুবিধা মিলছেই না। কয়েকদিন থেকে বেতন প্রদানের দাবিতে শ্রমিকরা গেট মিটিং চালিয়ে যাচ্ছিল।
অবশেষে বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে গেল বাগান কতৃপক্ষ। সমস্যায় শ্রমিকরা। এদিন চা বাগানে শ্রমিকরা গেট মিটিং এ সামিল হয়। শ্রমিকরা এবং শ্রমিক নেতৃত্ব সবার এক বক্তব্য এই মালিককে তারা চাচ্ছেনা। বাগানে নতুন মালিক আসুক এটাই সমস্ত শ্রমিকরা চাচ্ছে।