নিজস্ব সংবাদদাতা: বেতনের দাবিতে লাগাতার তিন দিন ধরে কাজে যোগদান না করে কর্মবিরতি পালন করছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের শ্রমিকরা। কালচিনি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি আজ নিয়ে তিন দিনে পড়লো।
বাগানের শ্রমিকরা জানান বাগানে ঠিকমত প্রদান করা হচ্ছেনা। এমনকি কবে বেতন প্রদান করা হবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। গত সাত মার্চ প্রদান করার থাকলেও এখন ওবধি করা হয়নি। এমনকি কবে হবে তা নিয়ে ও কোনো সদুত্তর দিতে পারছেনা মালিকপক্ষ। এজন্য কর্মবিরতিতে সামিল হয়েছে শ্রমিকরা ও কর্মচারীরা।
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রাজ্য সরকার নতুন এস ও পি আইন করে গত মাসে কালচিনি চা বাগান খোলে। বাগানে নতুন মালিক প্রবেশ করে। কিন্ত বাগান খোলার এক মাসের মধ্যে বাগানে সমস্যা তৈরি হচ্ছে। নতুন মালিক শ্রমিকদের কাজ করিয়ে বেতন দিচ্ছেনা।
প্রশ্ন উঠছে তাহলে রাজ্য সরকারের এস ও পি আইনের কি গুরুত্ব থাকলো। এমনকি তৃণমূলের চা বাগানের শ্রমিক নেতারা প্রশ্ন তুলতে সুরু করেছে।
এই বিষয়ে উল্লেখ্য বন্ধ চা বাগান নিয়ে সম্প্রতি রাজ্য সরকার নতুন আইন করেছে যার নাম এস ও পি এই অনুযায়ী কোনো বাগান তিনমাস ঠিক মত না চললে এস ও পি করে সেই বাগানে নতুন মালিক প্রবেশ করবে।
কিন্ত এস ও পি করে কালচিনি চা বাগানে নতুন মালিক এল কিন্ত শ্রমিকদের অবস্থা উন্নতি হল না। সমস্যা সমাধান আর হল না।
এই বিষয়ে শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। বিজেপি শ্রমিক নেতা রাজেষ বারলা জানান তৃণমূল নেতৃত্বরা নতুন মালিক চা বাগানে প্রবেশ করিয়েছে সেই নতুন মালিক বাগানে শ্রমিকদের কাজ করিয়ে বেতন দিচ্ছেনা।
