অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারিত হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। হত ভম্বো হয়ে তুফানগঞ্জ থানার দ্বারস্থ তিনি। অনিমেষ বাবু জানান এদিন সকালে বাড়িতে কাজ করছিলেন তিনি। সেই সময় অপরিচিত নম্বর থেকে ফোন আসে এবং নিজেকে বন্ধন ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন কথার মাঝে মোবাইলে ওটিপি প্রেরণ করে সেই প্রতারক এবং অনিমেষ বাবুর কাছে চেয়ে নেন। সহজ সরল অনিমেষ বাবু ওটিপিটি দিয়ে দেন। মুহূর্তেই তার অ্যাকাউন্ট থেকে ৪১ হাজার টাকা গায়েব হয়ে যায়। প্রথমে তিনি বুঝতে পারেননি। কিন্তু ব্যাংক থেকে তাকে ফোন করে জানানো হয় তিনি কোন টাকা তুলেছেন কিনা। শেষে তুফানগঞ্জ থানার দারস্ত হয়েছেন।
