SIR নিয়ে নশ্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি বাজার প্রাইমারি স্কুলের মাঠে সচেতনতা শিবিরের আয়োজন। শনিবার দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামাড়ী বাজার প্রাইমারি স্কুলের মাঠে নশ্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে SIR নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই সভার আয়োজন করা হয় । সভায় উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনাল হক, সম্পাদক মিঠু রহমান সহ আরো অনেকেই।
