চা বাগান থেকে বেরিয়ে বাইক আরোহী এক যুবকের ওপর আক্রমণ করল চিতাবাঘ। চিতাবাঘের আক্রমণে জখম হল যুবক। কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চা বাগানের গোদাম লাইনের বাসিন্দা বিনিত খড়িয়া আটিয়াবাড়ি চৌপতি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় চা বাগান থেকে হঠাৎ একটি চিতাবাঘ বেরিয়ে এসে তাকে আক্রমণ করে।

বিনিত বাইক থেকে ছিটকে পড়ে যায়। চিতাবাঘটি আবারও আক্রমণ করার চেষ্টা করে। তবে, পাথর দিয়ে চিতাবাঘের উপর আক্রমণ করে বিনিত, যার ফলে চিতাবাঘটি চা বাগানে পালিয়ে যায়। স্থানীয়রা যুবককে উদ্ধার করে গতকাল রাতে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আনে চিকিৎসার জন্য।
বর্তমানে সে চিকিৎসাধীন আছে।