তৃণমূলের গোষ্ঠী কোন্দল ভয়াবহ রূপ নিল কোচবিহার ১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য জনাব আলির বাড়িতে ব্যাপক ভাঙচুর ও তার বাড়িতে থাকা লক্ষাধিক টাকা এবং গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এই মোয়ামারি অঞ্চল সভাপতি নজরুল মিঞা সহ এই মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধানের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার কোচবিহার প্রেসক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুতর অভিযোগ আনলেন আক্রমণের শিকার তৃণমূল পঞ্চায়েত সদস্য জনাব আলি।
তার অভিযোগ, একটি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার মোয়ামারি অঞ্চলের বাজারে তার সাথে এই অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং নজরুল মিঞার বিবাদ হয়। এরপরই মিছিল নিয়ে তার বাড়িতে চড়াও হন তৃণমূলের এই দুই নেতা। তার বাড়ি ভাঙচুর করা শুধু নয়, তার ঘরে থাকা ৫লক্ষ ৬০হাজার টাকা এবং গয়না লুট করে নিয়ে যায় তারা।

এই ঘটনায় গুরুতর আহত রয়েছে তার স্ত্রী। বর্তমানে তিনি কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে তিনি জেলা নেতৃত্বের সাথে কথা বলেছেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন বলে এদিন জানান জনাব আলী।
★এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান বিষয়টি তার জানা নেই সে বিষয়টি তদন্ত করে দেখবেন।
এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় এটা গোষ্ঠী কোন্দল সামনের বিধানসভা নির্বাচনে এদের বিদায় জানাবে সাধারণ মানুষ।