বৃহস্পতিবার তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব-ফলিমারী এলাকার বন্যা দুর্গত মানুষদের হাতে ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় ২১টি পরিবারের হাতে এদিন ত্রাণ সামগ্রী তুলে দিলেন তুফানগঞ্জ-২ ব্লক প্রশাসনের আধিকারিকরা। জানা যায়,গত শনিবার প্রবল বর্ষণের জেরে সংকোশ নদীর জল ঢুকে প্লাবিত হয় পূর্ব-ফলিমারির বিস্তীর্ণ এলাকা। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন কিংবা যাদের ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এদিন চাল, ডাল , ত্রিপাল সহ ইত্যাদি সামগ্রী তুলে দেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।

এদিনের এই ত্রাণ সামগ্রিক বিতরণে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দালাকি লামা, তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, ফলিমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় সহ অন্যান্য প্রশাসনের আধিকারিক ও নেতৃত্বরা। স্বভাবতই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ থেকে শুরু করে সকলেই।
এ বিষয়ে তুফানগঞ্জ-২ ভিডিও দালাকি লামা বলেন, পূর্ব ফোলিমারি বন্যা কবলিত এলাকার ২১ জন পরিবারের হাতে আজ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। আরো যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি রয়েছে তাদের চিহ্নিত করে তাদের কেউ এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানান তিনি।