মালদায় শাসকের উন্নয়নে কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ছে রাস্তা ক্ষোভ গ্রামের বাসিন্দাদের প্রতিবাদ করায় ঠিকাদারের হুমকির অভিযোগ ।
শাসকের উন্নয়নে কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ছে রাস্তা।প্রতিবাদ করতে গেলেই হুমকি। রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হলেন মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কাউয়ামারি গ্রামের একাংশ বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ১ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দে কাউয়ামারি গ্রামে ৬০০ মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে কাজ চলছে।এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ,ঠিকাদার সিডিউল না মেনে কাজ করছে।সিডিউল কাউকে দেখাচ্ছেন না। শিলান্যাসের সময় রাস্তায় বোর্ড লাগানো হলেও পরে খুলে নিয়ে চলে যায় ঠিকাদারের লোকেরা।

বর্ষাতে রাস্তার একাধিক জায়গায় পেভার ব্লক বসে গিয়েছে,কোথাও ধসে পড়েছে। রাস্তাটি ১৬ ফিট চৌড়া হওয়ার কথা থাকলেও করা হয়েছে মাত্র ৯-১০ ফিট চৌড়া। অপরদিকে রাস্তার ধারের মাটি জলাশয়ে ধসে পড়েছে।সরু সরু গাছের গুড়ি দিয়ে গার্ড ওয়াল দেওয়া হয়েছে।সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। ভেঙ্গে পড়েছে। রাস্তাটি বেশিদিন টিকবে না। যদিও ঠিকাদার এজেন্সির প্রতিনিধি লোলিত আগারওয়াল বলেন,সিডিউল মেনে কাজ হচ্ছে। ১০০ মিটার কাজ বাকি আছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। ধসে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়া হবে।
গোটা বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন বিজেপি নেতা রুপেশ আগরওয়াল , তিনি বলেন কাটমানি নেওয়ায় নিম্ন মানের কাজ করা হচ্ছে।
প্রতি মন্ত্রী তাজমুল হোসেন ফোন বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।