সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার প্রাক্তন কংগ্রেস নেতা নৃপেন্দ্র নাথ রায়। বৃহস্পতিবার চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে শালবাড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন তিনি। আলিপুরদুয়ার থেকে থেকে এন বি এস টি সি একটি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের কথায়, দ্রুত গতিতে একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে আচমকাই আঘাত হানে।

সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায়, প্রাক্তন কংগ্রেস নেতা। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। নৃপেন্দ্র নাথ রায়ের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে স্থানীয়রা। গাড়ির চালক এবং কন্ট্রাক্টার পলাতক রয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শী রঞ্জিত মল্লিক বলেন, দ্রুত একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নৃপেন্দ্র নাথ রায়কে মেরে দিয়ে পালিয়ে যায় বাসটি।