ফালাকাটা রেল কোয়ার্টার থেকে এক যুবতীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সন্ধ্যায় রেল কোয়ার্টারের ১০বি টাইপ ওয়ান কোয়ার্টার থেকে উদ্ধার হয় ২৭ বছর বয়সি বাবলি দেবীর দেহ। বাড়ি বিহারে। প্রাথমিক ভাবে প্রতিবেশী ও পুলিশের অনুমান, স্বামী রঞ্জন কুমারই স্ত্রীকে খুন করে পালিয়েছে।
রঞ্জন কুমার রেলের চতুর্থ শ্রেণির কর্মী, ট্র্যাকম্যান হিসেবে কর্মরত। কয়েকদিন আগেই স্ত্রীকে নিয়ে ওই কোয়ার্টারে উঠেছিলেন। কোয়ার্টারের মালিক লক্ষীশ্বর বর্মন বলেন, “আমার বাড়ি ফালাকাটা ব্লকে। কোয়ার্টারটা ফাঁকা থাকায় রঞ্জনদের কয়েকদিন থাকতে দিয়েছিলাম। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাদের থাকতে বলেছিল। এর বেশি কিছু আমি জানি না।”

পাশের কোয়ার্টারের বাসিন্দা কেশব বড় জানান, “সকাল থেকে ওদের ঘরে কোনও শব্দ পাইনি। সন্ধ্যায় একজন এসে ডাকাডাকি করে দরজা খুলে দেখে ভিতরে বাবলি দেবীর দেহ পড়ে আছে। তারপরই পুলিশে খবর দিই।”
খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে, বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানায় ফালাকাটা থানার পুলিশl ঘটনার পর থেকেই পলাতক রঞ্জন কুমার। তাকে খোঁজার তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।