কোচবিহার জেলার তুফানগঞ্জ ১নং ব্লকের উত্তর চিলাখানা ছাতোয়া ঘাটপার এলাকায় কালজানি নদীতে ভেসে আসা এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করেছে। স্থানীয়রা জানান এদিন কালজানি নদী দিয়ে দেহটিকে ভেসে আসতে দেখেন তারা ।এরপর এই দেহটিকে আটক করে কিনারায় নিয়ে আসেন।

পরে খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান কালো চুড়িদার পরিহিত ওই যুবতীকে কেউ চেনেন না। তবে স্থানীয়দের অনুমান দুদিন আগে বা বন্যার জলে নয় কেউ হয়তো ওই যুবতীকে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। দুদিন আগে বা বন্যার জলে হলে শরীর ফুলে যেত গন্ধ বের হতো কিন্তু দেহটির এখনো কোনো বিকৃতি বা গন্ধ বের হয়নি ।থানা সূত্রে খবর দেহটিকে উদ্ধার করা হয়েছে বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর এবং মৃতার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।