জলপাইগুড়ি মন্ডলঘাটে বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরন করলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার আসছেন।চাল, ডাল,সাবান,আলু সহ বিভিন্ন খাওয়ারের সামগ্রী ত্রান দিলেন। অভিযোগ নন্দনপুর বোয়ালমারী গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে থাকায় এই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রান দেয়নি ব্লক প্রশাসন। বিজেপির পঞ্চায়েত সদস্য বারংবার ব্লক প্রশাসন বিডিওকে জানালেও কনো ত্রান সামগ্রী পাঠায়নি প্রশাসন।

অন্যদিকে তৃনমুলের নেতারা গিয়ে ত্রীপাল নিয়ে এসে তৃনমুল সমর্থকদের দিয়েছে অথচ যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা একটি ত্রীপাল পায়নি বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের৷ সুকান্ত মজুমদার এলাকায় এসে গ্রামবাসীদের কথা শুনে এক হাত নিয়েছে প্রশাসনকে। পাশাপাশি তিনি আরো বলেন তৃনমুল ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ দেখাচ্ছে। খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর যারা হামলা চালালো তাদের বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে এক সামসের মধ্যে সেই সন্ত্রাসীদের বিরুদে আমরা নাগরাকাটাতেই ব্যবস্থা নেবো সুকান্ত মজুমদারের হুমকি পুলিশকে৷