রবিবার জলঢাকার জলে প্লাবিত হয়েছিল মাথাভাঙ্গা এক ব্লকের বিস্তীর্ণ এলাকা। মাথাভাঙ্গা এক ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকার কয়েক শতাধিক পরিবার বন্যার জলে প্লাবিত হয়েছিল। বাড়ি করছে রে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ। জলের তরে ভেসে গিয়ে মৃত্যু হয় এক শিশুসহ এক বৃদ্ধের।

আজ বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। কথা বলেন মৃত দুই পরিবারের সদস্যদের সাথে। বন্যায় বিধ্বস্ত পরিবারের পাশাপাশি নিহত দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।