মাথাভাঙা ২নং ব্লকের প্রেমেরডাঙা পঞ্চায়েত এর ধলোগুড়িতে নদীর পাড়ে গন্ডার আতঙ্ক।এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি এনে গন্ডারের খোঁজ চালাচ্ছে বন বিভাগের কর্মীরা।তবে এখনও গন্ডারের খোঁজ মেলেনি।গন্ডারের খোঁজ না মেলায় আতঙ্কিত গ্রামবাসীরা।যদিও বন বিভাগের কর্মীরা কুল বাগানে গন্ডারের খোঁজ করছে।
