আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন সহ কোচবিহারের বেশ কিছু শুভ বুদ্ধি সম্পন্ন সাধারন মানুষের আর্থিক সহযোগিতায়
কোচবিহার ফাঁসির ঘাট সংলগ্ন বানভাসি পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হলো শুকনো খাবার ও পাণীয় জলের বোতল।

এদিন কোচবিহার ফাঁসির ঘাট সংলগ্ন কারিশাল এলাকায় পলি কাদা ভেঙে এই অসহায় মানুষগুলির কাছে পৌঁছন আস্থা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। প্রায় দুই শতাধিক বানভাসি মানুষের হাতে চিড়া ,মুড়ি, গুড়, বিস্কুটের প্যাকেট ,পাউরুটি পানীয় জলের বোতল তুলে দেন তারা। এই কর্মসূচি নেতৃত্বে ছিলেন আস্থা ফাউন্ডেশন এর অন্যতম কর্মকর্তা শংকর রায় বিপ্লব তালুকদার বিশিষ্ট সমাজকর্মী অভিজিত অধিকারী প্রমুখ।